বৃহস্পতিবার , ৯ মার্চ ২০১৭ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাটোরে প্রধান শিক্ষকের মুক্তির দাবীতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

Paris
মার্চ ৯, ২০১৭ ৪:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরে প্রধান শিক্ষকের মুক্তির দাবীতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

 
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মুক্তির দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 
এ সময় বক্তারা বলেন, স্কুলের প্রধান শিক্ষক আলিম উদ্দিন সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় খাতা দেখায় নিয়োজিত আছেন ১৫ মার্চের মধ্যে তার সেসব খাতা বোর্ডে জমা দিতে না পারলে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবেন।

 
এছাড়া একজন বখাটেকে শাসন করায় যদি শিক্ষককে জেলে যেতে হয় তাহলে শিক্ষার ওপর বিরুপ প্রভাব পড়বে। তাই অবিলম্বে প্রধান শিক্ষকের মুক্তি দাবী করে তারা। শিক্ষকের মুক্তি না হলে ক্লাজ বর্জন করে স্কুলে তালা ঝুলিয়ে দেয়ারও কথা জানায় শিক্ষার্থীরা।

 
উল্লেখ্য, সোমবার এক বখাটে ছাত্রকে শাসন করলে মঙ্গলবার ওই ছাত্রের পিতা থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে প্রধান শিক্ষক আলিম উদ্দিনকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর