শুক্রবার , ৮ অক্টোবর ২০২১ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

না জিতলেও খুশি আর্জেন্টিনা

Paris
অক্টোবর ৮, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে গতাকাল বৃহস্পতিবার রাতে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা। এবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা প্রতিপক্ষের দূর্গে বেশ কয়েকটি আক্রমণ চালালেও গোল আদায় করতে পারেনি। তাই ১ পয়েন্টি নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। এতে অবশ্য হতাশ নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার কাছে প্যারাগুয়ে থেকে পয়েন্ট নিয়ে ফেরাটাই বড় কথা।

পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখেছিল আর্জেন্টিনা। তারপরেও গোলমুখে ১০টি শটের মাঝে মাত্র ৩টি শট টার্গেটে ছিল। প্যারাগুয়ের দুর্দান্ত রক্ষণ ভাঙতে ব্যর্থ আর্জেন্টিনার চলতি আসরে এটি চতুর্থ ড্র। ম্যাচ শেষে ১ পয়েন্টের স্বস্তি নিয়ে স্কলোনি বলেন, ‘প্রথমার্ধের প্রায় পুরোটাই আমাদের ছিল, দ্বিতীয়ার্ধ হয়ত কিছুটা সমানে সমান। তবে আমরাই ম্যাচে এগিয়ে ছিলাম ও আধিপত্য করেছি।’

ম্যাচের প্রথম তিন মিনিটেই দুটি সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। কিন্তু ফিনিশিংয়ের কেউ ছিল না। স্কলোনি আরও বলেছেন, ‘বাছাইপর্বের খেলাগুলো কঠিন এবং ফুটবলাররা বুঝতে পারছে যে, প্যারাগুয়ে ও বিভিন্ন জায়গায় খেলা কতটা কষ্টসাধ্য। পয়েন্ট পাওয়ার অনুভূতি ভালো আর এটা আমাদের শান্ত রাখছে। আমাদের গোল করা প্রয়োজন ছিল, বিশেষ করে এমন ম্যাচে যেখানে আমরা অনেক পরিষ্কার সুযোগ তৈরি করেছি।’

সর্বশেষ - খেলা