সোমবার , ২২ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নদনদীর পানি বৃদ্ধি ৩৬ স্থানে

Paris
আগস্ট ২২, ২০১৬ ৮:৫৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের নদনদীর পানি ৪৯ স্থানে কমেছে, ৩৬ স্থানে বেড়েছে, আর তিনটি স্থানে অপরিবর্তিত রয়েছে এবং ২ স্থানের তথ্য পাওয়া যায়নি। এছাড়া এক স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

সোমবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

 

এতে বলা হয়, যমুনা, সুরমা-কুশিয়ারার পানি সমতল এলাকায় হ্রাস পাচ্ছে।আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। কিন্তু সমতল এলাকায় পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

 

সতর্কীকরণ কেন্দ্র থেকে আরো জানানো হয়, রোববার বরিশালে সর্বোচ্চ ২২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সর্বনিম্ন বৃষ্টি হয়েছে বান্দরবানে ৫৩ দশমিক ৮ মিলিমিটার।

 

সূত্র:রাইজিংবিডি

 

সর্বশেষ - জাতীয়