শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নতুন রানি হতে ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-পেগুলা

Paris
সেপ্টেম্বর ৬, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টানা দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন আরিনা সাবালেঙ্কা। সবশেষ ফাইনালে কোকো গফের কাছে হেরে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম জেতা হয়নি। এবার সেই সুযোগ থাকছে দুইবারের অস্ট্রেলিয়ান গ্র্যান্ড স্লামজয়ীর।

প্রথমবার ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পথে সাবালেঙ্কার বাধা এবার জেসিকা পেগুলা।

প্রথমবারে মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের টেরি পেগুলার মেয়ে। সাবালেঙ্কা সেমিফাইনালে আরেক ধনকুবের মেয়েকে হারিয়েছেন। বিলিয়নিয়ার বেন নাভারোর মেয়ে এমা নাভারোকে ৬-৩, ৭-৬ (৭-২) ব্যবধানে হারান বেলারুশের টেনিস কন্যা।
গতকাল গ্র্যান্ড স্লামে প্রথমবার সেমিফাইনাল খেলতে নেমে রোমাঞ্চকর এক ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিয়েছেন পেগুলা।

ক্যারোলিনা মুচোভার কাছে প্রথম সেটে ১-৬ ব্যবধানে উড়ে যান যুক্তরাষ্ট্রের টেনিস তারকা। শুরুতেই এভাবে চেক প্রজাতন্ত্রের নারী টেনিস তারকা মুচোভার কাছে গুঁড়িয়ে যাওয়ায় নিজেকে নবিশ বলে মনে হচ্ছিল পেগুলার।
পরে অবশ্য দুর্দান্তভাবে ম্যাচে ঘুরে দাঁড়ান পেগুলা। পরের দুই সেট ৬-৪, ৬-২ ব্যবধানে জিতে স্বপ্নে পূরণের সামনে এখন তিনি।

সেমিফাইনাল নিয়ে ম্যাচ শেষে ৩০ বছর বয়সি তারকা বলেছেন,‘সে (মুচোভা) অবিশ্বাস্য খেলছিল। তার সামনে আমাকে নবিশ মনে হচ্ছিল। কান্নায় ভেঙে পড়ছিলাম। কারণ এটা অস্বস্তিকর ছিল। সে আমাকে গুঁড়িয়ে দিচ্ছিল।

সত্যি বলতে জানি না কীভাবে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি।’
এর আগে সিনসিনাটি ফাইনালে সাবালেঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল পেগুলার। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। সাবালেঙ্কাকে নিয়ে তিনি বলেছেন,‘এটা প্রতিশোধের সুযোগ। কিন্তু তাকে হারানো কঠিন হবে।’ তবে ফাইনালে যিনিই জিতবেন তিনিই হবেন ইউএস ওপেনের নতুন রানি।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা