মঙ্গলবার , ৪ জুন ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নগরীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

Paris
জুন ৪, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী নগরীর  মিরের চক এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে  গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল সোমবার বিকেলে এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতর নাম বুলবুল(৪৮)। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীরধার এলাকার ফজলুল হক মন্টুর ছেলে ।

নগর পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেল ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর বোয়ালিয়া থানার মিরের চক এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল বিকাল সোয়া ৫ টায় বোয়ালিয়া থানার মিরের চক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি বুলবুলকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায়, উক্ত গাঁজা গুলো বিক্রির জন্য তার কাছে রেখেছিলো। তিনি দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃতর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর