বৃহস্পতিবার , ১৫ মার্চ ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় বিজিবি রংপুর রিজিয়নের আন্তঃব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতা অনুষ্ঠিত

Paris
মার্চ ১৫, ২০১৮ ৮:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ বিজিবি’র রংপুর রিজিয়ন পর্যায়ে আন্তঃব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতা’১৮ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৫টায় পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হয়েছে।

প্রতিযোগিতায় রংপুর রিজিয়নের ১৫টি ব্যাটালিয়নের ১৯৪ জন খেলোয়াড় অংশগ্রহন করেন। এতে নওগাঁস্থ ১৬ বিজিবি ৫টি স্বর্ন, ৩টি রৌপ্য ও ৫টি তা¤্র পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং ৫৬ বিজিবি নীলফামারী ১টি স্বর্ন, ২টি রৌপ্য ও ২টি তাম্র পদক পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

নওগাঁস্থ ১৬ বিজিবি’র প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন বিজিবি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান বিএসপি, এনডিসি, পিএসসি। এ সময় রাজশাহী’র সেক্টর কমান্ডার কর্নেল গাজী মুহাম্মদ সাজ্জাদ, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনিছুর রহমান, ঠাকুরগাঁও-এর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামছুল আরেফিন পিএসসি এবং ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খাদেমুল বাসারসহ বিভিন্ন ব্যাটালিয়েনর কমান্ডিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ২৯ বিজিবি ফুলবাড়ি’র সিপাহী মোঃ মাসুম খান শ্রেষ্ঠ প্রবীন খেলোয়াড় এবং ৫৬ বিজিবি নীলফামারীর সিপাহী মোঃ নুরুল আমিন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

উল্লেখ্য গত ১১ মার্চ নওগাঁস্থ ১৬ বিজিবি প্যারেড গ্রাউন্ডে এই প্রতিযোগিতা শুরু হয়।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর