মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁ সীমান্তে বিএসএফ এর হাতে দুই বাংলাদেশী আটক

Paris
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ৫:৫০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে দুই বাংলাদেশী যুবককে আটক করেছে বিএসএফ। গতকাল সোমবার রাতে পার্শ্ববর্তী পোরশা উপজেলার বটতলী গ্রামের বুলু হোসেনের ছেলে আব্দুর রাকিব (৩০) ও কালাইবাড়ী গ্রামের মাইদুলের ছেলে আবুল কালাম (৩২) আটক করে বিএসএফ।

 

ওই দুই যুবক সীমান্তের ২৩৩ নম্বর মেইন পিলার সংলগ্ন ১এস এলাকা দিয়ে গরু আনতে ভারত অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের টিক্কাপাড়া ৬০ বিএসএফ ক্যাম্পোর জোয়ানরা তাদেরকে দেখতে পেয়ে ধাওয়া করে ধরে ফেলে।

 

মঙ্গলবার সকালে হাপানিয়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে বাংলাদেশী ওই দুই যুবককে ফেরত চেয়ে বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়। এ ঘটনায় আজ দুপুর দেড়টার দিকে ২৩২নং মেইন পিলারের ৪এস এলাকায় উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়।

 

এসময় বিজিবি বাংলাদেশী যুবকদের ফেরত চাইলে বিএসএফ তাতে অস্বীকৃতি জানিয়ে আটককৃতদের ভারতের মালদহ জেলার হবিপুর থানায় সোপর্দ করেছে বলে জানিয়ে দেয়। এ বিষয়ে হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - রাজশাহীর খবর