বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘দ্বি-রাষ্ট্র সমাধানে’ জোর দিয়ে যা বললেন বাইডেন

Paris
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধানের গুরুত্ব তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনিরা যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য দ্বি-রাষ্ট্র সমাধানই স্থায়ী শান্তির একমাত্র উপায়।

মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য এমন আসলো, যখন ইসরাইল গাজা ও লেবাননের ওপর তার সহিংসতা বাড়িয়েই যাচ্ছে।

নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাইডেন বলেন, ‘গাজায় নিরপরাধ বেসামরিক মানুষ নরক যন্ত্রণা ভোগ করছে এবং এখনই গাজায় যুদ্ধবিরতি ও বন্দিদের মুক্তির সময় এসেছে’।

তার মতে, এই চুক্তি বন্দিদের বাড়ি ফিরিয়ে আনবে, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং গাজায় মানুষের কষ্ট লাঘব করবে।

বাইডেন কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে বলেন, লেবাননে ইসরাইলের আক্রমণ সত্ত্বেও, একটি পূর্ণাঙ্গ যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক পথে এগোনোর এখনও সময় রয়েছে। তিনি বলেন, পূর্ণাঙ্গ যুদ্ধ কারোরই কাম্য নই এবং কূটনৈতিক সমাধান এখনও সম্ভব।

এদিকে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বাইডেন বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণ ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে জাতিসংঘকে কিয়েভকে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পুতিনের যুদ্ধ তার মূল উদ্দেশ্যেই ব্যর্থ হয়েছে। তিনি ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু ইউক্রেন এখনও স্বাধীন’।

এ সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার ও সম্প্রসারণের আহ্বান জানিয়ে বাইডেন বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করতে চাই। এজন্য আমাদের আরও শক্তিশালী, কার্যকরী এবং অন্তর্ভুক্তিমূলক জাতিসংঘ গঠন করতে হবে’।

সেই সঙ্গে গাজায় ইসরাইলের আগ্রাসনের কারণে প্রায় ৪২ হাজার মানুষের মৃত্যু ও মানবিক সংকটের মুখে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা ব্যবহারের ঘটনাকেও উদাহরণ হিসেবে তুলে ধরেন বাইডেন।

তিনি উল্লেখ করেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা প্রায়শই ভেটো ক্ষমতা ব্যবহার করে গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক