বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দেশের ফুটবলে নতুন ভূমিকায় ফিরলেন এমিলি

Paris
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি নতুন ভূমিকায় ফুটবলে ফিরেছেন। অক্টোবরে কম্বোডিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে তাকে দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নতুন দায়িত্বের কথা জানিয়ে এক ফেসবুক পোস্টে এমিলি লিখেছেন, ‘এক যুগের বেশি দেশের হয়ে খেলেছি। অধিনায়কও ছিলাম। ফেডারেশন আমার অভিজ্ঞতাকে মূল্যায়ন করায় ধন্যবাদ জানাই। তরুণ ফুটবলারদের আমার অভিজ্ঞতা থেকে কিছু দেওয়ার চেষ্টা করব। আর এটি নতুন দায়িত্ব আমার জন্য অবশ্যই নতুন চ্যালেঞ্জ।’

২০০৫-২০১৫ পর্যন্ত জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন এমিলি। বাংলাদেশের জার্সি গায়ে দশের বেশি গোল আছে তার। ঘরোয়া ফুটবলেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। দেড় যুগেরও বেশি সময়ে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন তিনি।

তবে ফুটবলার পরিচয়ের বাইরে কোনো দলের দায়িত্ব এবারই প্রথম পেলেন এমিলি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল এখন ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট খেলছে। এই টুর্নামেন্ট থেকে ফিরে এসে এএফসি বাছাইয়ের প্রস্তুতি শুরু হবে। ১ অক্টোবর থেকেই মূলত এমিলির দায়িত্ব শুরু।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা