সিল্কসিটিনিউজ ডেস্ক:
দেশের কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এস আলম বা বেক্সিমকোর মতো কম্পানির বিরুদ্ধে নয়। কারণ এই কম্পানিগুলো জাতীয় সম্পদ।’
সোমবার (১৮ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ‘ব্যাংকিং খাতে অনিয়মের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করছে, বা করবে তাদের বাদ দিয়ে দেশ চলবে না। ঢালাওভাবে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না।
কেন্দ্রীয় ব্যাংক এস আলম গ্রুপ বা বেক্সিমকোর মতো প্রতিষ্ঠান বন্ধ করবে না বলেও উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তহবিল স্থানান্তর ঠেকানোর চেষ্টা করছি।
গভর্নর বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছু ব্যাংক ভালো করছে। তার মধ্যে বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে।
তিনি বলেন, সংস্কার অগ্রগতি দেখে সহযোগিতা করা হচ্ছে ব্যাংকগুলোকে। তবে ব্যাংকগুলোকে ঢালাওভাবে তারল্য সহায়তা করা হবে না।