মঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দেশে ভিপিএন ব্যবহার বেড়েছে ৫০১৬ শতাংশ

Paris
জুলাই ৩০, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত সপ্তাহে টানা পাঁচ দিন ইন্টারনেট বন্ধ ছিল বাংলাদেশে। ওই সময়ে দেশে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) ব্যবহার বেড়েছে ৫০১৬ শতাংশ।

ভিপিএন মেন্টর রিসার্চ টিমের এক গবেষণায় দেখা গেছে, গত ২২ জুলাই থেকে ভিডিএনের চাহিদা বেড়েছে এবং তিন দিন পরে ২৫ জুলাইয়ে এর চাহিদা ছিল সর্বোচ্চ। গত রবিবারও এর ব্যবহার বেড়েছে শতকরা ২৫০০ ভাগ। খবর দ্য হিন্দুর।

প্রতিবেদনে বলা হয়, কোনো দেশের সরকার যখন ইন্টারনেট বা কোনো সাইট বন্ধ করে দেয়, তখন ব্যবহারকারীরা ভিপিএন ব্যবহার করে।

এর মাধ্যমে একটি ভিন্ন অঞ্চলে অবস্থিত প্রাইভেট নেটওয়ার্কের সঙ্গে ডিভাইসকে সংযুক্ত করা সম্ভব এবং অন্য দেশের ওয়েবসাইট বা বন্ধ যে কোনো সাইটে প্রবেশ করা যায়। গবেষকদল গত এক সপ্তাহে বাংলাদেশে এ প্রবণতা দেখতে পেয়েছেন। কারণ তখন বেশিরভাগ সময় ইন্টারনেট বন্ধ ছিল, সীমিতভাবে চালু হলেও ফেসবুক-টিকটকসহ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে রাখা হয়েছে।

 

 

সর্বশেষ - জাতীয়