শুক্রবার , ১০ জুন ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আহত কিশোর ফুটবলারের সাহায্যের জন্য প্রীতি ফুটবল ম্যাচ

Paris
জুন ১০, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি:

দুর্গাপুর ফুটবল একাডেমী আয়োজিত আহত কিশোর ফুটবলার জুবায়ের আহম্মেদের চিকিৎসার জন্য প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বিকেল ৫টায় দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।

রাজশাহী কিশোর ফুটবল একাডেমী বনাম দুর্গাপুর ফুটবল একাডেমী মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি উপভোগ করতে ফুটবলার জুবায়ের আহম্মেদের চিকিৎসার সাহায্যে প্রবেশ মূল্য ছিলো ১০টাকা। অতি উৎসাহ উদ্দীপনার নিয়ে ফুটবল প্রেমিরা প্রবেশ মূল্য দিয়ে খেলাটি উপভোগ করেন। খেলাটির প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে কোনো দল গোলের দেখা পাননি। পরে ট্রাইবেকারে ৪-৫ গোলে দুর্গাপুর ফুটবল একাডেমীকে পরাজিত করে বিজয়ী ট্রফি অর্জন করেন রাজশাহী কিশোর ফুটবল একাডেমী দল।

খেলাটি উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ। এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন প্রমূখ।

খেলাটির সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন প্রভাষক আমিনুল হক টুলু, দুর্গাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আরিফ রুবেল ও সদস্য সাংবাদিক মোবারক হোসেন শিশির। খেলাটি শুরুর পুর্বে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা সাবার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে আহত কিশোর ফুটবলার জুবায়ের আহম্মেদের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেন। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকসহ অতিথিবৃন্দ।

জি/আর

সর্বশেষ - খেলা