শনিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৯ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্গাপুর নিগার কোল্ড স্টোরে আলু সংরক্ষণের উদ্বোধন

Paris
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ৮:০৭ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর নিগার কোল্ড স্টোরেজে চলতি আলু মৌসুমে আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে। এসময় দোয়ার আয়োজন করা হয়।
শনিবার সকাল ১১টায় দুর্গাপুর শালঘরিয়া এলাকায় অবস্থিত নিগার কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড চত্বরে এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে নিগার কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন। এসময় স্বাগত বক্তব্য দেন নিগার কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিগার কোল্ড স্টোরেজের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুবাশ্বির হোসেন মোবিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, দুর্গাপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আরিফুল কবির, কানপাড়া জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্বাস আলী, কাউন্সিলর সামসুল ইসলাম, সোহেল রানা, সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দুর্গাপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক নজমুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক আবু দাউদ, ব্যবসায়ী আমজাদ হোসেন, জিল্লুর রহমান, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,নিগার কোল্ড স্টোরের ম্যানেজার লিয়াকত আলী প্রমুখ। এছাড়ও উপজেলা বিভিন্ন এলাকার আলু চাষিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্টোর কর্তৃপক্ষ এ বছরে চাষিদের নতুন প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ সুবিধা দিয়ে তাদের কাছ থেকে আলু সংরক্ষণ করবেন বলে জানান।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর