বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দল জিতলেও ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন সাকিব

Paris
আগস্ট ১, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :
ব্যর্থতাটাই যেন সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের সঙ্গী। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তে ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি আশা দিয়েছিল ফেরার। ঘরের মাঠে বিপিএলে বিতর্ক ঠেলে খেলেছিলেন দারুণ। কিন্তু বিপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও ভুলে যাওয়ার মতো টুর্নামেন্ট তার। নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের ওই ম্যাচটাকে বাদ দিলে বিশ্বকাপের সাকিবকে ব্যর্থ বলতেই পারেন।

বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে ছিলেন। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে খুব একটা মনে রাখার মতো পারফরম্যান্স নেই তার। এমনকি বসেও থাকতে হয়েছে কয়েক ম্যাচে। বর্তমানে তার ব্যস্ততা কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। বাংলা টাইগার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান।

সাকিবের ভাগ্যের চাকা ঘোরেনি এখানে এসেও। বল হাতে অবদান রাখতে পারলেও প্রতিনিয়ত ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন টাইগার এই ক্রিকেটার। গতকাল সারে জাগুয়ার্সের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে বাংলা টাইগার্স মিসিসাউগা। টাইগার্সের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং শরিফুল ইসলাম।

ম্যাচের দ্বিতীয় ওভারেই ওপেনার সুনীল নারাইনের উইকেট তুলে দলকে দারুণ শুরু এনে দেন শরিফুল। নিজের প্রথম ওভারে এক উইকেট তুলে শরিফুল দেন ২ রান। এরপর ইনিংসের ৮ম ওভারে বোলিংয়ে এসে প্রথম ওভারেই উইকেট তুলে নেন সাকিব, রান দেন ৫। পরে ১০ম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন শরিফুল। দারুণ সেই ওভারে মাত্র ৩ রান খরচায় শেষ দুই বলে তুলে নেন ২ উইকেট। ৪ ওভারে শরিফুল ১১ রান দিয়ে নেন ৩ উইকেট।

১৬তম ওভারে নিজের তৃতীয় ওভারে এসে ৬ রান দিয়ে মার্কাস স্টয়নিসের উইকেট তুলে নেন সাকিব। সবমিলিয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট তোলেন সাকিব। সারের হয়ে ২৯ বলে ৩৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক মার্কাস স্টয়নিস। লোগান ভ্যান বিক খেলেন ৩৭ বলে ৩১ রানের ইনিংস। ১৯.৫ ওভারের মাথায় ১০১ রান তুলে অলআউট হয় সারে জাগুয়ার্স।

ছোট লক্ষ্যের জবাব দিতে নেমে প্রথম ওভারেই ৩ বলে ৪ রান করে ফেরেন গুরবাজ। মোহাম্মদ ওয়াসিম ২৪ বলে ১৪ রান করেন। ১৭ বলে ১০ রানের ইনিংস খেলে বিদায় নেন পারগাত। চারে নামা সাকিব ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ৭ বলে ১ রানের ইনিংস খেলে।

পরে বাংলা টাইগার্সকে পথ দেখান ডেভিড ভিসা এবং ডিলন হেলিগার। ৬ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় দল। ১৯ বলে ২৭ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ভিসা। অন্যদিকে ডিলন ১২ বলে ১৭ রান করে ক্রিজে ছিলেন।

সর্বশেষ - খেলা