রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তিনটি ইসরাইলি অবস্থানে ইরাকি গোষ্ঠীর ড্রোন হামলা

Paris
অক্টোবর ৬, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দখলকৃত গোলান মালভূমির তিনটি আলাদা ইসরাইলি অবস্থানে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী।

রোববার এক বিবৃতিতে ইরাকি ইসলামী প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে, ফিলিস্তিন ও লেবানের জনগণের প্রতি সমর্থন জানাতে এবং এ অঞ্চলের নারী, শিশু ও বৃদ্ধদের ওপর দখলদার ইহুদিবাদী শাসনের চলমান হত্যাযজ্ঞের প্রতিশোধ হিসেবে তারা দখলকৃত গোলান মালভূমির তিনটি আলাদা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইরাকি প্রতিরোধ গোষ্ঠী আরও উল্লেখ করেছে যে, তারা জায়নিস্ট শত্রুর অবস্থানগুলোকে আরও শক্তিশালী হামলা চালিয়ে ধ্বংস করবে।

এদিকে স্থানীয় আরব সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরাকি সরকারকে এ ধরনের আক্রমণ বন্ধ করার জন্য চাপ দিচ্ছে মার্কিন সরকার।

তবে ইরাকের প্রধানমন্ত্রী আল-সুদানি এই চাপের সামনে দমে যাননি এবং এসব চাপ মেনে নেওয়ার জন্য অস্বীকৃতি জানিয়েছেন।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক