বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তানোরে রাস্তার মেরামতে অনিয়মের মহোৎসব

Paris
ডিসেম্বর ১৪, ২০২২ ১:২৮ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে রাস্তার মেরামত কাজে যেন অনিয়ম ও দূর্নীতির মহোৎসব চলছে। উপজেলার কামারগাঁ ইউনিয়ন(ইউপির) মাদারিপুর থেকে নাকল পর্যন্ত ১৮০০ মিটার রাস্তাসহ বিভিন্ন রাস্তার মেরামত কাজে অনিয়মের ঘটনা ঘটেছে। কামারগাঁ রাস্তায় প্রথম থেকে ঠিকাদারের পুরাতন ইট খোয়া ব্যবহারের করে আসছেন। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান অভিযোগ করলেও কোন গুরুত্ব দেয়নি এলজিইডি অফিস। এতে করে রাস্তার টেকসই নিয়ে সংশয় দেখা দিয়েছে।

চেয়ারম্যান ফরহাদ জানান, রাস্তায় খোয়া ব্যবহার করা হয়েছে পুরাতন, প্রথম থেকেই ব্যাপক অনিয়ম করেন ঠিকাদার। উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হলেও নজর দেননি। এভাবে যতগুলো রাস্তার কাজ হয়েছে, সবচেয়ে নিম্মমানের এই রাস্তার কাজ।
জানা গেছে, উপজেলার মাদারিপুর মোড় থেকে পশ্চিমে নাকল পর্যন্ত ১৮০০ মিটার রাস্তার কাজ পায় অন্য এক ঠিকাদার। তার নিকট থেকে ১৪ ভাগ লাভে কিনে নেয় রাজশাহী শহরের বাবুল নামের এক ঠিকাদার। মুলত কিনে কাজ করার জন্য তিনি নানা অনিয়ম করছেন। ওই রাস্তার পুরাতন তিন নম্বর ইট দেওয়া হয়েছে এবং এজিংয়ে বালুর পরিবর্তে ধুলা মাটি ব্যবহার করা হয়েছে। ডাবলু বিএমেও একেবারে নিম্মমানের খোয়া ব্যবহার করে রাখার পর রাস্তা দিয়ে ট্র্যাক্টরে করে মাটি বহনের কারণে ভিজে কাদা মাটিতে পরিণত হয়েছে। মাটি থাকা অবস্থায় প্রাইম বোর্ড করে গত ১২ ডিসেম্বর সোমবার থেকে কার্পেটিং শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, প্রাইম বোর্ড উঠে গেছে। লালচে খোয়া ও ধূলার মধ্যে কার্পেটিং চলছে। সেখানে ছিলেন এসও শাহিনুর, তিনি জানান নিয়ম অনুযায়ী কাজ হচ্ছ, প্রাইম বোর্ড করা হয়েছে মাটির উপর জানতে চাইলে তিনি জানান আমার জানা নেই বলে এড়িয়ে যান। ঠিকাদার বাবলুর সহকারী জানান, কাজটি কিনে করা হচ্ছে, ১৪ পারসেন্ট অগ্রিম লাভ ও আরো ৩ পারসেন্ট দিতে হয়েছে অফিস খরচ। সবমিলে ১৮ পারসেন্ট আগেই দিতে হয়েছে। তার পরেও কাজ ভালো হচ্ছে।
স্থানীয়রা জানান, তানোরের সব রাস্তা মেরামতের কাজেই অনিয়ম করা হচ্ছে। এর মধ্যে কামারাগাঁ রাস্তায় বেশি অনিয়ম হচ্ছে। এই রাস্তার কাজ একেবারেই নিম্মমাণের।
উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান জানান, কাজ ভালো করার কথা, যদি এমন অনিয়ম হয় বিল দেওয়া হবে না।

সর্বশেষ - রাজশাহীর খবর

আপনার জন্য নির্বাচিত

চরম অর্থনৈতিক মন্দা এড়াতে ব্রাসেলসে ইইউ নেতারা

বাঘায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়ে জখম

বাদশা নির্বাচিত না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে : মেয়র লিটন

আপনার জন্য মৃত্যুকে বরণ করে নেবো: প্যারেডে সেনাদলের হুঙ্কার

অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন

প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫৪০০ কোটি ডলার বরাদ্দের সিদ্ধান্ত ট্রাম্পের

সতর্কবার্তা ইউক্রেনের প্রধানমন্ত্রীর ‘ইউক্রেন হারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে’

৩৯২ দিন, ১০৫৮ মিনিট পর সুয়ারেজ!

ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশনস

বাংলাদেশের গণমাধ্যমে ‘সেলফ সেন্সরশিপের’ অভিযোগ