সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাকিস্তানে ড্রোন হামলায় নিহত এক ইতালীয়র পরিবারকে ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র সরকার ক্ষতিপূরণ বাবদ ১২ লাখ ডলার দিতে সম্মত হয়েছে।
বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
২০১৫ সালে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার হাতে বন্দি থাকা অবস্থায় মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইতালির ত্রাণকর্মী জিয়াওভানি লো পোর্তো (৩৭)। একই অভিযানে আরেক বন্দি যুক্তরাষ্ট্রের ত্রাণকর্মী ওয়ারেন ওয়েনস্টেইন (৭৩) নিহত হন।
হোয়াইট হাউস নিশ্চিত করেছে, উভয় নিহতের পরিবার ক্ষতিপূরণ পাবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ড্রোন অভিযানে গত এপ্রিল মাসে এ দুজনের নিহত হওয়ার তথ্য স্বীকার করেন। তিনি ঘোষণা দেন, তাদের দুজনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আল-কায়েদার আস্তানা লক্ষ্য করে ড্রোন অভিযান চালানো হয়। তাদের ধারণা ছিল, সেখানে বেসামরিক কোনো লোক নেই।
তবে লা রিপাবলিকা (ইতালীয় পত্রিকা) এবং দি গার্ডিয়ান জানিয়েছে, লো পোর্তো পাকিস্তানের ভেতরে মারা যান। তিনি ২০১২ সালে পাকিস্তানের মুলতান থেকে নিখোঁজ হন। একটি মানবাধিকার সংস্থার হয়ে কাজ করতেন তিনি।
সূত্র: রাইজিংবিডি