সিল্কসিটিনিউজ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুলে অবস্থিত রোহিঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ২৫টি ঘর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে কয়েক কিলোমিটার ভেতরে পাহাড়ে গড়ে উঠা রোহিঙ্গা বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বস্তির অন্তত ২৫টি ঘর পুড়ে যায়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষতিগ্রস্তদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।