মঙ্গলবার , ১৩ মার্চ ২০১৮ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

টঙ্গীতে ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন

Paris
মার্চ ১৩, ২০১৮ ১০:২০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুরের টঙ্গীর মধুমিতা রোড এলাকায় মেসার্স শাহজালাল এন্টারপ্রাইজ নামে একটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই দোকানে আগুন লাগে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে মধুমিতা রোড এলাকার মেসার্স শাহজালাল এন্টারপ্রাইজ ফার্নিচারের দোকানে অোগুন লাগে। মুহূর্তেই আগুন ওই দোকানে থাকা ফার্নিচারের শোরুম, কারখানা ও গুদাম সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা, কুর্মিটোলাসহ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

 

রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়