মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জয়াসুরিয়াকে অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে নিয়োগ দিল শ্রীলঙ্কা

Paris
জুলাই ৯, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপের পরপরই পদত্যাগ করেন শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস সিলভারউড। হুট করে তার চলে যাওয়ার পর নিজেদের কোচ ঠিক করতে পারেনি লঙ্কানরা।

তবে অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছে সাবেক অধিনায়ক সানাথ জয়াসুরিয়াকে।
গতকাল এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানায়, আগামী সেপ্টেম্বরের ইংল্যান্ড সফর পর্যন্ত জয়াসুরিয়াকে অন্তর্র্বতীকালীন কোচের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বর থেকে দলটির পরামর্শক হিসেবে কাজ করছেন জয়াসুরিয়া। নতুন দায়িত্ব পাওয়ার পর অবিলম্বে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।

এই দায়িত্বের আগে অবশ্য কোচিংয়ের কোনো অভিজ্ঞতা নেই লঙ্কান সাবেক এই ওপেনারের। তবে জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া পরামর্শক হিসেবেও কাছ থেকে জাতীয় দলের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে জয়াসুরিয়া ১১০ টেস্ট, ৪৪৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেন। ওয়ানডে ক্রিকেটে ‘পিঞ্চ হিটিংয়ে’ শুরুর পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার কারণে বিশেষ পরিচিতি ছিল তার। সবমিলিয়ে তিনি ৪২টি সেঞ্চুরিসহ ২১ হাজারের বেশি রান ও বাঁহাতি স্পিনে ৪৪০ উইকেট নেন।

সর্বশেষ - খেলা