বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জঙ্গিরা আফগানিস্তান ও সিরিয়ায় প্রশিক্ষিত

Paris
জুলাই ২৮, ২০১৬ ৭:২২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জঙ্গিরা আফগানিস্তান ও সিরিয়ায় প্রশিক্ষণ নিয়েছে। জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) বহু সদস্য সিরিয়ায় যুদ্ধে অংশ নিয়েছে। এদের অনেকে নিহত হয়েছে, অনেকে দেশে ফিরেছে। পঙ্গু ও নিহত ৫১ জঙ্গির পরিবারের সদস্যদের সংগঠনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার চার দিনের রিমান্ডে পুলিশের কাছে এসব তথ্য ফাঁস করেছে হরকাতুল জিহাদের ঢাকা মহানগর কমান্ডার নাজিমুদ্দিন। তিনি আরো কিছু তথ্য দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নাজিমুদ্দিন রিমান্ডে জানিয়েছে, হুজির সদস্য যেভাবেই মারা যাক, সব দায়িত্ব সংগঠনের। এমনকি সংসারের সব খরচ ও সন্তানদের লেখাপড়ার খরচ দেওয়া হয়। এই সংগঠনের সদস্য হলে আর সংসার খরচ নিয়ে কোনো টেনশন করতে হয় না, সব দায়িত্ব সংগঠনের।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

মনিরুল ইসলাম বলেন, ‘জঙ্গির অর্থের উৎস কোথায়, জোগানদাতা কারা, এসব খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ধর্মের দোহাই দিয়ে নানাভাবে টাকা সংগ্রহ করছে জঙ্গিরা।

সূত্র:রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়