নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভায় সোমবারের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নামে এক সিএনজিচালকের মৃত্যুর ঘটনায় মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত আলাউদ্দিনের ভাই এমদাদ হোসেন বাদী হয়ে হত্যা মামলার আবেদন করেন।
মামলার আবেদনে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও কাদের মির্জার ছোটভাই শাহাদাত হোসেন, ছেলে মির্জা মাশরুর কাদের তাসিকসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত পরিচয় আরও ৩০-৪০ জনকেও আবেদনে আসামি করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে- আসামি কাদের মির্জার নেতৃত্বে সব আসামি পূর্বপরিকল্পিতভাবে পিস্তল, শটগান, পাইপগান, রামদা, লোহার রড, ককটেলসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ৫০-৬০টি ককটেল ফুটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রতিবাদ সভায় হামলা চালায়। ৪ নম্বর আসামি নাজিম উদ্দিন বাদল আলাউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি।
সূত্র:যুগান্তর