সিল্কসিটিনিউজ ডেস্ক:
দেশে ই-লার্নিং ট্রেনিং সিমুলেটর প্ল্যাটফর্ম পিএমঅ্যাস্পায়ার যাত্রা শুরু করেছে চীনে।
পিএমঅ্যাস্পায়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আল মামুন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশ্বজুড়ে প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাহায্য করার লক্ষ্যে পিএম-অ্যাস্পায়ার এই ই-লার্নিং প্ল্যাটফর্ম সফটওয়্যার তৈরি করেছে। বিশ্বের প্রায় ১০০টি দেশের মানুষকে প্রকল্প ব্যবস্থাপনায় সহায়তা করে এটি।
পিএমঅ্যাস্পায়ারের প্রধান নির্বাহী আবদুল্লাহ আল মামুন পিএমপি বলেন, ‘দ্রুত বড় হচ্ছে পিএমঅ্যাস্পায়ার। ফলে চীনে এর কার্যক্রম শুরু হয়েছে। বছরের শেষ নাগাদ বিশ্বের ১৫০টি দেশে সেবা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে।