বৃহস্পতিবার , ৭ জুন ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চারঘাটে বেপরোয়া দুই এসআই, অতিষ্ঠ সাধারণ মানুষ

Paris
জুন ৭, ২০১৮ ৯:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাটে বেপরোয়া হয়ে উঠেছেন দুই এসআই উৎপল কুমার সরকার এবং শরিফুল ইসলাম। কোনো কিছু তোয়াক্কা করছেন না বহুল আলোচিত এ দুই পুলিশ কর্মকর্তা। চারঘাটে কিছু বিপথগামী যুবকের মাধ্যমে নিজেরাই নিয়ন্ত্রণ করছেন মাদকের স্পট। চারঘাটের অন্তত ১০টি পয়েন্টে এ দুই পুলিশ কর্মকর্তার নিয়োগকৃত যুবকরা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া চারঘাট-বাঘা রুট দিয়ে নির্বিঘেœ মাদকদ্রব্য ও অস্ত্র প্রবেশ এবং তা বাইরে সরবরাহের জন্য মোটা অঙ্কের টাকা গ্রহণ করেন এ দুই পুলিশ কর্মকর্তা।

মাদক মামলা দিয়ে ফাঁসানো, ধারা-ছাড়া বাণিজ্য, চারঘাট এবং বাঘার দুই মাদক মাফিয়া কালাম মোল্লা এবং আফজালের সাথে বিশেষ সখ্যতার মাধ্যমে আর্থিক সুবিধা আদায়সহ এ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে পাহাড়সম অভিযোগ। অভিযোগ রয়েছে চারঘাট উপজেলার শতাধিক মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রতিমাসে মোটা অঙ্কের মাসোহারা আদায়সহ নানা ধরনের অনৈতিক কবর্মকা-ের সঙ্গে জড়িয়ে পড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর এ দুই কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কয়েকজন সদস্য জানান, এ দুই পুলিশ কর্মকর্তার দাপটের কারণেই চারঘাটে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এছাড়া চারঘাটের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের সাথে কথা বলে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে, এ দুই পুলিশ কর্মকর্তার অনৈতিক কর্মকা-ে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযান সম্পর্কে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রশ্নবিদ্ধ হয়েছে এ ধরনের মহৎ উদ্যোগ।

স্থানীয়রা অভিযোগ করেছেন, উৎপল চারঘাাট থানায় চার বছর একটানা কর্মরত ছিলেন। চলতি বছরের ৩১ জানুয়ারি তাকে ওই থানা থেকে অভিযানের নামে নগদ টাকা এবং স্বর্ণের গয়না লুটপাটের অভিযোগে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত আছেন এসআই উৎপল। কিন্তু তিনি চারঘাটের বিভিন্ন এলাকার মাদক স্পটগুলোতে দিনভর সময় কাটান। গত ৩১ মে এসআই উৎপল চারঘাটের সাদিপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দিনদুপুরে তা-ব চালিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

চারঘাটে সরেজমিনে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের সাথে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কথা বলেন সংশ্লিষ্ট এ প্রতিবেদক। স্থানীয়দের অভিযোগ, এসআই উৎপল এবং শরিফুলের হয়রানির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। চারঘাট সদর, ট্রাফিকমোড়, পিরোজপুর, বাবুপাড়া গোপালপুর, রাওথা, ইউসুফপুর ও টাঙ্গনসহ মাদকপ্রবণ এলাকাগুলোর শতাধিক মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রতিমাসে মোটা অঙ্কের টাকা আদায় করছেন। শুধু তাই নয়। রাজশাহীসহ সারাদেশে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী কালাম মোল্লা সিন্ডিকেটের সঙ্গেও রয়েছে এ দুই পুলিশ কর্মকর্তার নিবিড় যোগাযোগ। আর এ কালামের মাদক ব্যবসার পার্টনার আরেক গডফাদার আসলাম সরকার

গত ২৩ মে কক্সবাজারে এক লাখ আট হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হন। কালাম মোল্লা রাজশাহী অঞ্চলে ইয়াবা এবং ফেনসিডিলের বড় কারবারি হিসাবে পরিচিত। কক্সবাজার থেকে আনা ইয়াবার বড় বড় চালান প্রথমে চারঘাটের সীমান্তবর্তী বাঘার মীরগঞ্জে কালামের আস্তানায় আসে। এরপর তা বৃহত্তর রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।

অপরদিকে অস্ত্র এবং মাদক ব্যবসার গডফাদার হিসাবে পরিচিত চারঘাটের আফজালের সাথে এসআই উৎপল এবং শরিফুলের সখ্যতা রয়েছে। আফজালের বিরুদ্ধে বাঘা এবং চারঘাটসহ বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আফজাল বর্তমানে একটি অস্ত্র মামলায় রাজশাহী কারাগারে বন্দি রয়েছেন। তারপরেও থেমে নেই তার অস্ত্র ও মাদক ব্যবসা। এ সিন্ডিকেট বর্তমানে পরিচালনা করছেন আফজালের সহযোগীরা। আর এদের সাথে যোগাযোগ রেখে চলেছেন আলোচিত এ দুই পুলিশ কর্মকর্তা বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

এছাড়া এসআই উৎপল এবং শরিফুল চারঘাটের মুক্তারপুরের শাওন এবং জয়পুরের মোমিনকে দিয়ে উপজেলা সদরের কলেজ গেটসহ অন্তত ১০টি এলাকায় মাদক স্পট নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে। এদিকে গত ৩১ মে দুপুর তিনটায় চারঘাটের সাদিপুর এলাকার মোতালেব হোসেন নামের এক ব্যবসায়ীর বাড়িতে ঘণ্টাব্যাপী তা-ব চালিয়েছেন এসআই উৎপল কুমার। মোতালেব জানান, ১৪টি মোটরসাইকেলে ৩০জন ব্যক্তি এসে তাকে আকস্মিকভাবে ধাওয়া দেয়।

এসময় তিনি প্রাণ ভয়ে পালিয়ে যান। এরপরে এসআই উৎপলের নেতৃত্বে আগতরা তার বাড়িতে তা-ব চালান। এসময় তা-বকারীরা তার পরিবারের সদস্যদের ব্যবহৃত জামা-কাপড়, বিতরণের জন্য বাড়িতে রাখা সেমাই, চিনি এবং আলমারিতে রক্ষিত জমির দলিল নিয়ে আসেন।

এ ঘটনায় এসআই উৎপলের সঙ্গে চারঘাটের বিভিন্ন এলাকার যুবকরা অংশ নেয় বলে মোতালেব গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন। এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ীর সাথে মোতালেবের বিরোধ থাকায় এসআই উৎপল তাদের পক্ষ নিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

অপরদিকে গত ২৮ জানুয়ারি চারঘাট থানা এলাকার বাইরে বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর এলাকায় গরু ব্যবসায়ী আখতার হোসেনের বাড়িতে তল্লাশির নামে লুটপাট চালানো হয় বলে অভিযোগ ওঠে। আর এ লুটপাটে চারঘাট মডেল থানার তৎকালীন এসআই উৎপল কুমারের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম, মামুনুর রশিদ ও তরিকুল ইসলাম অংশ নেন। এসময় সংবাদটি যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় তৎকালীন পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সদ্য বদলিকৃত অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরীকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্তে ঘটনার সত্যতা পেলে এসআই উৎপলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এর একমাসের মাথায় এসআই উৎপলকে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) পদায়ন করা হয়।

অভিযোগের ব্যাপারে বক্তব্যের জন্য এসআই উৎপল কুমার সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার ফোনটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে এসআই শরিফুল ইসলাম বলেন, মাসোহারা গ্রহণের অভিযোগ সঠিক না। আমার সঙ্গে মাদক ব্যবসায়ীদের সখ্যতার অভিযোগটিও ভিত্তিহীন। এছাড়া মাদক এবং অস্ত্র ব্যবসায়ী কলাম ও আফজালের সাথে আমার যোগাযোগ নেই বলেও দাবি করেন এ পুলিশ কর্মকর্তা। এ ব্যাপারে

চারঘাট থানার ওসি নজরুল ইসলাম বলেন, এসআই উৎপল আমার অধীনে চাকরি করেন না। তবে শরিফুলের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, তবে তা তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের ব্যাপারে সত্যতা পেলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর