বৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চারঘাটে অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তি আটক

Paris
আগস্ট ২৪, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর চারঘাট থেকে  দুইটি আগ্নেয়াস্ত্র, ৫০০ গ্রাম হেরোইন, ৫২ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ এক  ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী জেলা গোয়েন্দা বিভাগের একটি দল অস্ত্র মাদকদ্রব্য উদ্ধার ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতর নাম সেলিম আলী (৩৩)। তিনি রাজশাহীর চারঘাট থানার ঝিকরা গ্রামের নকিম উদ্দিনের ছেলে। আজ  বহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সাইফুর রহমান জানান, বুধবার রাতে রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি দল  চারঘাট থানা এলাকায় অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল জানতে পারে- চারঘাট থানার বনকিশোর বাজারের বনকিশোর উচ্চ বিদ্যালযয়ের খেলার মাঠে কিছু মাদক ব্যবসায়ী অস্ত্র  ও মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সাইফুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক  আব্দুল হাই সঙ্গীয় ফোর্স  নিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে চারঘাট  বনকিশোর বাজারের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অভিযান চালায়।

এসময় সেখান থেকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হয় সেলিম আলীকে। পরে তার কাছে তল্লাশী চালিয়ে দুটি অ্যামুনেশন, দুটি দেশীয় ওয়ান শুটার গান,  ৫শ’ গ্রাম হেরোইন, ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এসময় একটি অ্যাপাসি মোটরসাইকেল জব্দ করা হয়। 

আটক সেলিম আলী একাধিক মামলার আসামী। এছাড়াও তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

সর্বশেষ - রাজশাহীর খবর