রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জে সামাজিক শান্তি প্রতিষ্ঠায় জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ শীর্ষক সভা

Paris
সেপ্টেম্বর ২৫, ২০১৬ ৪:৩৪ অপরাহ্ণ

ভ্রাম্যমান প্রতিনিধি:
সামাজিক শান্তি, সম্পীতি ও সহনশীলতা প্রতিষ্ঠায় যুব-তরুনসহ জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ কর্যক্রম বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর, প্রয়াস, বিইউপি ও আসুস এর সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনজিও ব্যুরোর মহাপরিচালক আসাদুল ইসলাম।

 

সভায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের তত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জে সামাজিক শান্তি, সম্পীতি ও সহনশীলতা প্রতিষ্ঠায় যুব-তরুনসহ জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ কর্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এবং উগ্রপন্থা ও সামাজিক অবক্ষয় রোধে যুবসমাজকে সৃষ্টিশীল কাজে উদ্বুদ্ধ করার উপর গ্রুরুত্বারোপ করা হয়।

 

জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার সুলতান আব্দুল হামিদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও সংবাদ কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর