ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে সোয়া দুই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার দুপুরে ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।
গত দেড় বছরে জেলার বিভিন্ন সীমান্ত থেকে এসব অবৈধ মাদক জব্দ করে চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এরশাদ হোসনে খান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন প্রমূখ।
এসময় ৪২ হাজার ১শ’ ৫২ বোতল ফেন্সিডিল, বিদেশী মদ ৯’শ ৯০ বোতল, দেশী মদ ২৮ লিটার, ১ কেজি হোরোইন, ২৭ কেজি গাঁজা এবং নেশা জাতীয় ইনজেকশন ৭ হাজার ৫৭টি এ্যাম্পুল ধ্বংস করা হয়। যার মূলৗ ২ কোটি ১১ লক্ষ।
স/অ