সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০১৭ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

Paris
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ৪:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে সাবিনা ইয়াসমিন লতা (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সাবিনা ইয়াসমিন লতা ওই গ্রামের তৌফিজুল ইসলামের মেয়ে। সে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নরত ছিল। এদিকে তরুণী তালাকপ্রাপ্ত ছিল বলেও জানা যায়।

পরিবারের বরাত দিয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ও গোবরাতলা ইউপি চেয়ারম্যান আসজাদুর রহমান জানান, লতা নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের সাথে অভিমান করে সে এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি অস্বাভাবিক হত্যা (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর