মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

Paris
আগস্ট ১৩, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ঘর চত্বরে ৪ ডাকাত সদস্যকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে তিনটি লোহার রড ও একটি চাকু উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- জেলার সদর উপজেলার পোলাডাঙ্গা এলাকার আনতারা বেগম ও মৃত এনামুলের ছেলে আসিফ (১৯), হাসিনা বেগম ও লিটন আলীর ছেলে লিখন (২৩), লতা বেগম ও বাদল আলীর ছেলে খাইরুল ইসলাম (২০) এবং আজাইপুর দক্ষিনপাড়া এলাকার সাথী বেগম ও শাহিন আলমের ছেলে জাহিদ হাসান (১৯)।

জানা যায়, ভোর রাতে টোল ঘর চত্ত¡র এলাকায় সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ডাকাত দলের সদস্যরা। এ সময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে সংঘবদ্ধ হয়ে তাদেরকে দেশীয় বিভিন্ন অস্ত্রসহ আটক করে। ডাকাত দলের ৪ জন আটক হলেও একজন পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মেহেদী হাসান।

সর্বশেষ - রাজশাহীর খবর