নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে অপারেশন ‘ঈগল হান্ট’ মামলায় ৯ জেএমবি’র রিমান্ড মুঞ্জুর করেছে আদালাত।
আজ রোববার দুপুরে শিবগঞ্জ থানা পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আসামীদের আদালতে হাজির করলে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের সিনিয়র বিচারক শহিদুল ইসলাম ৭ জনের তিন দিনের ও অপর ২ জনের দুই দিনের রিমান্ড মুঞ্জুর করেন।
আসামীরা হলো, হাফিজুর রহমান হাফিজ, জুয়েল, জামাল, আবু বক্কর, আজিজুল, আব্দুল হাকিম, ফিরোজ, নাসিম ও বাবু। এদের মধ্যে নাসিম ও ফিরোজকে দুইদিনের রিমান্ডের আদেশ দেন বিচারক।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম হাবিব জানান, আসামীরা সকলেই গত এপ্রিল মাসে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগরে পরিচালিত ‘অপারেশন ঈগল হান্ট’ মামলার আসামী। এদের মধ্যে শনিবার শিবগঞ্জের পুষকিনি এলাকা থেকে হলি-আর্টিজন মামলার প্রধান আসামী ও নব্য জেএমবি’র উত্তরাঞ্চলীয় কমান্ডার সোহেল মাহ্ফুজ ওরফে হাতকাটা মাহ্ফুজসহ গ্রেফতারকৃত ৪ জেএমবি সদস্য’র মধ্যে হাফিজুর রহমান হাফিজ, জুয়েল ও জামালকেও এ মামলার আসামী হিসেবে রিমান্ড চাওয়া হয়।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল শিবগঞ্জের শিবনগরে অপারেশন ঈগল হ্যান্টে জেএমবি নেতা আবুসহ ৪জঙ্গি নিহত হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-২৩৫।
স/অ