নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল টুডেন্টস এসােসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে কর্ণেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থী মাে.নাজমুল হক নাসিমকে সভাপতি এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী মাে. আব্দুল্লাহ আল মারুফকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সোমবার( ২৭ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল টুডেন্টস এসােসিয়েশনের( ২০১৯-২০২১) এর সভাপতি তাজরেমিন নাহার রিক্তা এবং সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হোসেন সক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মাে. নাফিউল ইসলাম ( ইব্রাহিম মেডিকেল কলেজ ), মো. তারেক আলি ( বাৱিন্দ মেডিকেল কলেজ ), মাে. আব্দুল্লাহ মামুন ( ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ), মাে. নাজমুল হােসেন ( সাৱ সলিমুল্লাহ মেডিকেল কলেজ ) মাে. আমির হামজা ( ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ), যুগ্ম সাধারণ সম্পাদক, মােসা. মনিয়া জামান ( ময়নামতি মেডিকেল কলেজ ) মোসা. আতকিয়া মাইশা শিমু ( ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ), মো. নাজমুল হাসান ( সাতক্ষীরা মেডিকেল কলেজ ), সারোয়ার হক ( উদয়ন ডেন্টাল কলেজ ), রাশিদা আসরাফি ( পাবনা মেডিকেল কলেজ ), ফাহিম ফয়সাল ( উদয়ন ডেন্টাল কলেজ ) সাংগঠনিক সম্পাদক রুবায়েত তাসনিম ঐশি ( ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ), হাসানুজ্জামান জিহাদ ( বারিন্দ মেডিকেল কলেজ ), নুৱ নাজমুস সাকিব জিম ( রংপুর মেডিকেল কলেজ ), আব্দুল আজিজ রােমিও ( বারিন্দ মেডিকেল কলেজ ), মায়েদা আকতার ( ঢাকা ডেন্টাল কলেজ ), মােসা. নূর – এ- জান্নাত কিন্তু ( রাজশাহী মেডিকেল কলেজ ), মো. আশিক রেজা ( রাজশাহী ডেন্টাল কলেজ ), মােসা. মাসরুফা তাহসিন ( রাজশাহী মেডিকেল কলেজ ) ও আতিক ফয়সাল তানিম ( ঢাকা মেডিকেল কলেজ )।
নতুন সভাপতি নাজমুল হক নাসিম বলেন, আমাদের সংগঠনটি দীর্ঘদিন যাবত নানারকম সেবামূলক কাজ করে আসছে।একজন সভাপতি হিসেবে আমি সব সময় আমার কমিটির সকলকে নিয়ে একসাথে সেবামূলক কাজ করবো। এবং সকল প্রয়োজনে সব সময় সমাজের সকল শ্রেণীর মানুষের পাশে দাড়িয়ে তাদের সেবা করে যাবো ইন শা আল্লাহ।
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ বলেন, ঐক্য, মানবতা, সেবার মূল মন্ত্র নিয়ে ২০১৭ সালে গড়ে উঠা সংগঠনটি নানা সেবামূলক কর্মকাণ্ড দিয়ে ইতোমধ্যে সমাজের বিভিন্ন মহলে নানা ভাবে প্রশংসা কুড়িয়েছে। আমরা চেষ্টা করবো আমাদের উপর অর্পিত দায়িত্ব দায়িত্বশীলতার সথে পালন করতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধ করে বরাবরের চেয়ে আরো শক্তিশালী ভূমিকা রাখতে।
জেএ/এফ