সোমবার , ৪ ডিসেম্বর ২০১৭ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চলন্ত বাসে উঠে যাত্রীকে গুলি, ব্যাগ ছিনতাই

Paris
ডিসেম্বর ৪, ২০১৭ ১১:০২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলন্ত বাসে উঠে শহীদুল ইসলাম (৩০) নামের এক যাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় শহীদুলের হাতে থাকা নাটবল্টু ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে হামলাকারীরা বাস থেকে নেমে যায়। আহত ওই যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেলে সাড়ে তিনটার দিকে রাজধানীর শ্যামলী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

শহীদুল মধ্য বাড্ডা লিংক রোডের একটি ফার্নিচারের দোকানের কর্মচারী। তিনি বাড্ডার গুদারাঘাট এলাকায় থাকেন।

শহীদুলের দোকান মালিক আবুল বাশার জানান, দোকানের কাজে শহীদুল সকালে সাভার যান। সাভার থেকে বৈশাখী পরিবহনের একটি বাসে করে বিকেলে মধ্য বাড্ডার দোকানে ফিরছিলেন। বাসটি বেলা সাড়ে তিনটার দিকে শ্যামলী থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই আরোহী বাসটিতে উঠে শহীদুলের কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা শহীদুলের ডান হাতে একটি গুলি করে ব্যাগটি নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি