সোমবার , ২০ এপ্রিল ২০২০ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চট্টগ্রামে ব্যান্ড তারকার ঝুলন্ত লাশ উদ্ধার

Paris
এপ্রিল ২০, ২০২০ ৪:১২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

চট্টগ্রামে এক ব্যান্ড তারকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. আবদুল বাসেত।

রোববার দিবাগত রাত ২টা ২০ মিনিটে নগরীর বক্সিরহাট বদর আউলিয়ার মাজার এলাকায় অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. আবদুল বাসেত ব্যান্ডদল স্পার্কের সাবেক ভোকালিস্ট ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য। তিনি বক্সিরহাট ওয়ার্ডের সাবেক কমিশনার (কাউন্সিলর) মৃত এসএম আবদুল হামিদের একমাত্র ছেলে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মহসীন কাজী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর বক্সিরহাট বদর আউলিয়ার মাজার এলাকায় বাসাসংলগ্ন অফিস থেকে বাসেতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালি থানার এসআই শেখ খলিদ বলেন, নিহত ব্যান্ড তারকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, ব্যবসা মন্দ বা পারিবারিক কারণে হতাশায় তিনি আত্মহত্যা করে থাকতে দ্বেষকঃ

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়