মঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গ্রিসে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Paris
অক্টোবর ১২, ২০২১ ৭:৩৬ অপরাহ্ণ

গ্রিসে এক মাসেরও কম সময়ের ব্যবধানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবার দেশটির ক্রিট দ্বীপে স্থানীয় সময় দুপুর ১২টা ২৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির সিটিয়া বন্দর শহর থেকে প্রায় ৩১ মাইল দক্ষিণ-পূর্বে। আর ভূপৃষ্ঠের ৬ দশমিক ২ মাইল গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

তবে এই ঘটনায় তাৎক্ষণিক গুরুতর ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এবং দমকল কর্মীরা ক্ষতির জন্য পূর্ব ক্রিট এলাকায় তল্লাশি চালাচ্ছে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর গ্রিসের ক্রিট দ্বীপে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় একটি ভবনের নিচে চাপা পড়ে একজন নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হন। এরপর আজ আবার একই জায়গায় আগের চেয়েও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হলো।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক