মঙ্গলবার , ২২ মে ২০১৮ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গ্রিসে যেতে গেল প্রাণ

Paris
মে ২২, ২০১৮ ৮:৪৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দালালের খপ্পড়ে পড়ে গ্রিসে যাওয়ার পথে প্রাণ গেছে সিলেটের কানাইঘাট উপজেলার ইব্রাহিম আলীর। উপজেলার সাতবাঁক ইউনিয়নের সদিওলের মাটিগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে তিনি।

ইব্রাহিমের মামা স্থানীয় ইউপি সদস্য ছাব্বির আহমদ জানান, প্রায় পাঁচ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে যান ইব্রাহিম। সেখান থেকে দালালের মাধ্যমে গত এপ্রিল মাসে ইরান হয়ে গ্রিসে রওয়ানা দেন তিনি। কিন্তু সাগরপথে গ্রিসে প্রবেশের আগেই দেশটির কোস্টগার্ডের সদস্যদের গুলিতে গুরুতর আহত হন ইব্রাহিম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল তিনি মারা যান।

ছাব্বির আহমদ আরো জানান, ইব্রাহিম মারা যাওয়ার বিষয়টি পরিবারের কেউ জানতেন না। গত ১৯ মে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মৃত্যুর বিষয়টি জানতে পারে পরিবার।

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি