গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে গুলিতে এক বাংলাদেশী গরুর রাখালের মৃত্যুর ঘটনায় সোমবার বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোকনপুর সীমান্তের ২২৩ নম্বর মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৬, বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৫৯, বিএসএফের আরকে ওয়াদা বিওপি কমান্ড্যন্ট অশোক কুমার।
বৈঠক শেষে১৬,বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার জানান, বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড ও লাশ ফেরতের বিষয়ে কথা হয়েছে। ভারতীয় পুলিশের কিছু কাজ বাকি থাকায় লাশ ফেরতে বিলম্ব হচ্ছে বলে বিএসএফের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, গত শনিবার রাতে ওই সীমান্তে রোজিম (৩৫) নামে এক বাংলাদেশী গরুর রাখাল বিএসএফের গুলিতে মারা যায়।