বৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০১৭ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীর বন্যার্ত ও মুক্তিযোদ্ধাদের জেলা পরিষদের আর্থিক সহযোগিতা

Paris
আগস্ট ২৪, ২০১৭ ৬:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ১১ জন বন্যার্ত ও দুই জন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে আর্থিক সহযোগিতা করেছে জেলা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তাদের হাতে সহযোগিতার এই অর্থের চেক তুলে দেন।

গোদাগাড়ী পৌরসভার হাটপাড়ায় জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গনে এই চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক। অনুষ্ঠানে বন্যার্তদের পাঁচ হাজার এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ছয় হাজার টাকার করে চেক তুলে দেয়া হয়।

এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নাইমুল হুদা রানা, প্যানেল চেয়ারম্যান-২ ও জেলা পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্য রবিউল আলম, সংরক্ষিত নারী ওয়ার্ডের স্থানীয় সদস্য কৃষ্ণা দেবীসহ জেলা পরিষদের অন্যান্য সদস্য, নারী সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর