মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১ | ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গিনির নতুন শাসনভারের দায়িত্ব এখন কার হাতে?

Paris
সেপ্টেম্বর ৭, ২০২১ ১১:১০ পূর্বাহ্ণ

ফ্রিকার দেশ গিনির প্রেসিডেন্ট আলফা কোন্ডের পতন ঘটিয়ে রবিবার (৫ সেপ্টেম্বর) নতুন শাসনভারের দায়িত্ব নিয়েছেন সামরিক অভ্যুত্থানের মাস্টারমাইন্ড সেনাবাহিনীর কর্নেল মামাদি দুম্বিয়া।

কর্নেল মামাদি দুম্বিয়া প্যারিসে প্রতিরক্ষা বিষয়ে মাস্টার্স করেছেন। ইতিপূর্বে ফরাসি সেনাবাহিনীর প্রসিদ্ধ শাখা ‘ফরাসি বিদেশী রেজিমেন্ট-এ কর্মরত ছিলেন। ফ্রান্সের আফগানিস্তান, জিবুতি, আইভরি কোস্ট, সেন্ট্রাল আফ্রিকায় লড়াই করেছেন। তিনি ফরাসি এক নারীকে বিয়ে করে ফরাসি নাগরিকত্ব লাভ করেন।

এছাড়াও ইসরাইলের রাষ্ট্রীয় সামরিক একাডেমিতে প্রশিক্ষণ লাভ করেছেন তিনি। ২০১৮ সালে প্রেসিডেন্ট আলফা কোন্ডে স্পেশাল ফোর্স গঠনের ঘোষণা দেন। এ উদ্দেশ্যে দুম্বিয়াকে এটি গঠন ও কমান্ডের দায়িত্ব দেন। দুম্বিয়া এই সুযোগের সদ্ব্যবহার করেছেন। বিশেষভাবে প্রশিক্ষিত ও অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এ বাহিনীর মাধ্যমে প্রেসিডেন্ট কোন্ডের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটান।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক