মঙ্গলবার , ২৩ আগস্ট ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গাজীপুরে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ

Paris
আগস্ট ২৩, ২০১৬ ১:১৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুরে স্কুল শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের হারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন কিছুক্ষণ টঙ্গী-ঘোড়াশাল সড়ক অবরোধ করে রাখেন।

স্থানীয়রা জানান, হারবাইদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবু বকর পরীক্ষার ফলাফলে খারাপ করায় স্কুলের নবম শ্রেণির ছাত্র পল্লব পিরিচকে চড়-থাপ্পর দিয়ে শাসন করেন। এর জেরে গতকাল সোমবার দুপুরে ওই ছাত্রের বাবা পলাশ পিরিচ শিক্ষক আবু বকরকে মারধর করেন।

এদিকে শিক্ষককে মারধরের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করতে থাকে। তারা মিছিল নিয়ে টঙ্গী-ঘোড়াশাল সড়কে উঠতে গেলে পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ করে। এতে আহত হয় অন্তত ১০ জন শিক্ষার্থী।

এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল ছোড়ে এবং কিছু সময় টঙ্গী-ঘোড়াশাল সড়ক অবরোধ করে রাখে।

 
সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়