বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

খোদ রাজশাহী নগরীতেই নিজেদের টাকায় রাস্তা সংস্কার করলেন এলাকাবাসী

Paris
সেপ্টেম্বর ৩, ২০২০ ১২:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

খোদ রাজশাহী নগরীর প্রাণকেন্দ্রেই নিজেদের টাকায় রাস্তা সংস্কার করলেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার নগরীর নতুন বিল সিমলা এলাকায় শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে। এলাকাবাসী নিজেদের টাকায় উপশহর থেকে কামারুজ্জামান স্টেডিয়াম পর্যন্ত রাস্তাটির একটি অংশের গর্ত ঢালায় করে দেন।

এলাকাবাসী জানান, সংস্কারের আগে ওই স্থানে রাস্তা ভেঙে বিশালাকার গর্ত তৈরী হয়। কিন্তু সিটি করপোরেশন বা স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকে রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ ছিল না। পুরো বর্ষাজুড়ে সেখানে কাদা-পানি লেগে থাকত। আবার গর্তে পানি জমাট থাকায় অনেক সময় সেটি টের না পেয়ে যানবাহন চালকরা দুর্ঘটনার কবলে পড়তেন।

স্থানীয় এলাকাবাসী আসলাম আলী বলেন, মানুষের দুর্ভোগ দেখে আমরা রাস্তাটির এই ভাঙা অংশ নিজ উদ্যোগে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করি। নিজেরা টাকা তুলে সেখানে ইট, সিমেন ও বালু দিয়ে ঢালাইয়ের ব্যবস্থা করেছি। এতে প্রায় ৯ হাজার টাকা খরচ হয়েছে। টাকাটা বড় নয়, উদ্যোগটায় বড় ছিলো আমাদের কাছে। আবার কাজ করতে গিয়েও অনেকেই অনেক কথা বলেছেন। সেসব মাথা পেতে নিয়ে মানুষের সুবিধার জন্য রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেছি আমরা। এখন মানুষ স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারছে। পানি বা কাদাও জমা নেই।’

স্থানীয় নান্টু বলেন, সামান্য একটু উদ্যোগে একটি ভালো কাজ করা যায়, তার উদাহরণ এটি। মানুষ মানুষের পাশে এগিয়ে আসলে সমাজে কোনো বিভেদ তৈরী হবে না। আমরা সেটিই করার চেষ্টা করেছি।’

সস/আর

সর্বশেষ - রাজশাহীর খবর