শনিবার , ১৭ আগস্ট ২০১৯ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

খাঁচায় বন্দি আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রীকে বিয়ের দাওয়াত সাব্বিরের

Paris
আগস্ট ১৭, ২০১৯ ১২:০৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান তার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।

শুক্রবার বিকালে মা ও বাবাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে তার কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন সাব্বির রহমান ।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমন্ত্রণপত্রটি ছিল একটি পাখির খাঁচার মধ্যে। এর ব্যাখ্যায় সাব্বির প্রধানমন্ত্রীকে হেসে বলেন, ‘বিয়ের পর তাকে খাঁচায় বন্দি করা হবে।’

ইহসানুল করিম জানান, আমন্ত্রণপত্র গ্রহণকালে সাব্বিরের জীবনের নতুন ইনিংসে তার সাফল্য কামনা করে আশীর্বাদ করেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব জানান, সাব্বির রহমানের বিবাহত্তোর সংবর্ধনা ২০ আগস্ট অনুষ্ঠিত হবে।

এর আগে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় এই অলরাউন্ডারের আকদ অনুষ্ঠান। সাব্বিরের স্ত্রী অর্পা, যিনি উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।

খাঁচায় বন্দি আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রীকে বিয়ের দাওয়াত সাব্বিরের

সর্বশেষ - খেলা