কড়াকড়ি শিথিলের ঘোষণার আগেই নিউজিল্যান্ডে নতুন আক্রান্ত তিন

নিউজিল্যান্ডে আজ সোমবার তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। কিন্তু আজ লকডাউন শিথিলের ঘোষণা আসার কথা ছিল। ঘোষণাটি হলে- সে দেশে লেভেল চারের সতর্কতা দুই নম্বরে নেমে আসতো। সেই সঙ্গে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়ে মানুষজনকে চলাচলের অনুমতি দেওয়া হতো।

গত ২৮ এপ্রিল থেকে নিউজিল্যান্ডে লেভেল চারের সতর্কতা জারি করা হয়েছে। করোনা থেকে বাঁচতে এখন এই কড়াকড়ি অব্যাহত থাকবে।

অথচ আজ সোমবার স্থানীয় সময় বিকেল ৪টায় সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন কড়াকড়ি শিথিলের ঘোষণা দেওয়ার কথা ভাবছিলেন। ব্যবসা প্রতিষ্ঠান, মানুষের চলাচল ও স্থানীয়ভাবে খেলাধুলা আগের মতো চলার কথা বলার ব্যাপারে তিনি ভাবছিলেন।

নতুনভাবে তিনজন আক্রান্ত না হলে শিশুদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হতো। এমনকি শপিংমল, কফিশপ, সেলুন এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানও খুলে দেওয়ার কথা ভাবছিলেন জেসিন্ডা।

এরই মধ্যে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ সোমবার তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।আক্রান্তদের মধ্যে দু’জনই হাসপাতালের নার্স। এতে করে আক্রান্তের সংখ্যা ১১৪৭ জন। তাদের মধ্যে ৯৩ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

 

সুত্রঃ কালের কণ্ঠ