শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কেন জি-২০ সম্মেলনে যাচ্ছেন না সৌদি যুবরাজ?

Paris
নভেম্বর ১৬, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জি-২০ সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ সূত্রের বরাতে এ খবর দিয়েছে আল মায়াদিন।

অসুস্থতার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। কানের অসুখে ভুগছেন যুবরাজ। সে কারণে রিয়াদ থেকে ব্রাজিলে ১৪ ঘণ্টার যাত্রা তার জন্য কষ্টকর হয়ে যাবে। তার শরীরের অবস্থার আরও অবনতি হতে পারে।

সূত্র বলেছে, যুবরাজ দীর্ঘ সময় ধরে কানের ব্যথায় ভুগছেন। যার ফলে তিনি দূরের যাত্রার ক্ষেত্রে বাধার সম্মুখিন হচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সৌদি যুবরাজের। এই মাসের শুরুতে তার নির্বাচনি বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানানো প্রথম বিশ্ব নেতাদের মধ্যে ছিলেন যুবরাজ।

সৌদি বাদশা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও দৃঢ় সম্পর্ক বজায় রাখেন। উভয় দেশের সাথে প্রধান তেল উৎপাদক-ওপেক+ জোটের মাধ্যমে বৈশ্বিক তেল সরবরাহ নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক