শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কেটে গেছে দানার প্রভাব, শুষ্ক থাকবে আবহাওয়া

Paris
অক্টোবর ২৫, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঘূর্ণিঝড় দানা বৃহস্পতিবার মধ্যরাতে ভারতের উপকূলে আঘাত হেনে অনেকটাই দুর্বল হয়ে গেছে। ফলে বাংলাদেশের ওপর এর প্রভাবও কমে গেছে। শুক্রবার (২৫ অক্টোবর) অনেকটাই কমে গেছে বৃষ্টিপাত।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার বৃষ্টি আরো কমবে।

দানার প্রভাব কেটে যাওয়ায় দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে আগামী কিছু দিন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘ঘূর্ণিঝড়-পরবর্তী তেমন আর কোনো প্রভাব নেই আমাদের দেশে। শুধু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বিশেষ করে সাতক্ষীরা ও খুলনা জেলায় কিছুটা প্রভাব থাকতে পারে। এসব অঞ্চলে বৃষ্টি কিছুটা বেশি থাকতে পারে।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল থাকলেও শনিবার সকালের মধ্যেই এটা আমরা নামিয়ে দিতে পারি।’
ওমর ফারুক বলেন, আগামী কিছু দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় সূর্যের আলো বেশি আসবে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

তবে ৩০ বা ৩১ অক্টোবর আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুই দিন (রবি ও সোমবার) সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ মূলত শুষ্ক থাকতে পারে।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়