সিল্কসিটিনিউজ ডেস্ক:
কুমিল্লার পদুয়ার বাজার নূরজাহান হোটেলের সামনে থেকে একটি কাভার্ডভ্যান ও ৭৫০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ফেনী ক্যাম্প এসব ফেনসিডিল আটক করে।
আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার কালাম মাঝি বাড়ির উত্তর মাইজপাড়া, উত্তর পতেঙ্গা থানার হারুন মিয়ার ছেলে শাহীন আলম বাপ্পি, শোয়ার খিল, চৌদ্দগ্রাম, কুমিল্লার মৃত সেলিমের ছেলে দুলাল হোসেন এবং বড় শোলা, মঠবাড়িয়া, পিরোজপুরের আবদুল খালেকের ছেলে দুলাল হাওলাদার।
কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে এই সংবাদের ভিত্তিতে র্যাবের দল কুমিল্লার পদুয়ার বাজার নূরজাহান হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী ১টি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা কাভার্ডভ্যানটি থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত চলে যেতে থাকে। ধাওয়া দিয়ে র্যাব গাড়িটি আটক করে।
আটক কাভার্ড ভ্যানটি (চট্ট-মেট্রো-ট-১১-৬৭১৭) তল্লাশী করে কেবিনের ভেতরে লুকানো অবস্থায় ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের দাম সাড়ে ৭ লাখ টাকা।
যুগান্তর