শনিবার , ৬ আগস্ট ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিবির নেতাসহ নিহত ৪

Paris
আগস্ট ৬, ২০১৬ ২:৩২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুমিল্লায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি ডা. মোজাম্মেল হকসহ চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। আজ শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার ঝাগুরজুলি, বুড়িচং উপজেলার কাবিলা ও শুক্রবার রাত ৯টার দিকে ময়নামতি-নাজিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালীর ইসমাঈল হোসেন (৪০), চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রাইজপাড়ার আবদুস সালামের ছেলে মাইনুদ্দিন (২৪), কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি ডা. মোজাম্মেল হক। ওই শিবির নেতা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, ঈগল পরিবহনের একটি বাস ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ভোরে বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। নিহত দু’জনের মধ্যে শুধু ইসমাইলের নাম জানা গেছে। এসময় আহত হন আরো পাঁচ যাত্রী।

এদিকে, একই মহাসড়কে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঝাগুরজুলি এলাকায় ঢাকাগামী একটি মিনি ট্রাক পেছন থেকে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের হেলপার মাইনুদ্দিন মারা যান। অপরদিকে শুক্রবার রাত ৯টার দিকে ময়নামতি-নাজিরাবাজার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিবির নেতা মোজাম্মেল হক গুরুতর আহত হন। এ অবস্থায় কুমিল্লার মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়