সিল্কসিটিনিউজ ডেস্ক :
নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজকে অনুমোদন দিয়েছে ইসরাইলের পার্লামেন্ট (নেসেট)। এরমধ্য দিয়ে ইসরাইলি মন্ত্রিসভায় সাম্প্রতিক সংকট এবং অস্থিরতা কিছুটা হলেও হ্রাস পেলো।
শুক্রবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
গাজা যুদ্ধ চলাকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিভিন্ন সিদ্ধান্তে নাখোশ ছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের চলমান সামরিক অভিযান পরিচালনার বিষয়ে গ্যালান্টের প্রতি আস্থা হারিয়ে শেষমেষ তাকে বরখাস্ত করেন তিনি।
তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিরোধীরা। তাদের দাবি, রাজনৈতিকভাবে জনপ্রিয় হতে এই হটকারি সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। শুধু তাই নয়, অস্থির সময়ে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের ঘটনা মানতে পারেনি দেশটির সাধারণ মানুষও। হাজার হাজার বিক্ষোভকারী এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামেন।
তবে এ নিয়ে বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিচ্ছেন না আর নেতানিয়াহু। বৃহস্পতিবার নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে লিকুদ পার্টির সদস্য এবং ইসরাইল কাৎজকে নিয়োগকে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা নেসেট। প্রতিরক্ষামন্ত্রীর চেয়ারে বসার আগে মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন কাৎজ। এবার তার জায়গায় নতুন পররাষ্ট্রমন্ত্রী হবেন গিদেওন সারকে। সেটাও অনুমোদন হয়েছে নেসেটে।
প্রতিরক্ষামন্ত্রী হিসাবে কাৎজের নিয়োগ এমন একটি গুরুত্বপূর্ণ হচ্ছে, যখন ইসরাইল সামরিক অভিযান এবং প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন আনার কথা ভাবছে, বিশেষ করে ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার জের এবং অন্যান্য আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে। কাৎজ এই অস্থির সময়ে ইসরাইলের প্রতিরক্ষা নীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র: যুগান্তর