সোমবার , ২৪ আগস্ট ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কালীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

Paris
আগস্ট ২৪, ২০২০ ১২:৫৪ অপরাহ্ণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে জানা গেছে।

রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাশিপুর গ্রামে বিকাশ এজেন্ট ব্যবসায়ী মেহেদী হাসান বাপ্পির বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় মেহেদী হাসান বাপ্পির বাবা ও মাকে মারধর করা হয়েছে।

মেহেদী হাসান বাপ্পির বাবা শহিদুল ইসলাম জানান, রাত ৩টার দিকে ৭-৮ জনের একটি দল তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে আমাদের দুজনকে মারধর শুরু করে। এর পর মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে।

তিনটি ঘরে থাকা প্রায় তিন লাখ ২০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাতরা।

মেহেদী হাসান বাপ্পি বলেন, আমি ও আমার স্ত্রী বাড়িতে ছিলাম না। এ সুযোগে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা আমার ব্যবসার তিন লাখ ২০ হাজার ও ১৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় তারা।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ডাকাতির খবর জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - সব খবর