শনিবার , ২০ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কালিয়াকৈরে কারখানার আগুন ফের নিয়ন্ত্রণের বাইরে

Paris
আগস্ট ২০, ২০১৬ ১১:১৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল কম্পোজিট কারখানার আগুন ফের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে এখনো জ্বলছে। তবে ফায়ার সার্ভিস চেষ্টা করছে আগুন যেন ছড়িয়ে না পড়ে।

 

এর আগে আজ ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানানো হয়। পরে জানা যায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

 

কালিয়াকৈর ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কারখানার পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেখানে থাকা বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সসহ বিভিন্ন মালামালে ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর, জয়দেবপুর, মির্জাপুর, সাভারের ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের মোট ১৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করেন। ভোর সাড়ে ৫টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়। সকাল সাড়ে ১০ টার দিকে আবার আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে হতাহতের কোনো খবর জানা যায়নি।

 

 

সূত্র : রাইজিংবিডি/

 

সর্বশেষ - জাতীয়