রবিবার , ২৭ মে ২০১৮ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কারওয়ান বাজারে মাদকবিরোধী অভিযান, আটক ৪৭

Paris
মে ২৭, ২০১৮ ৫:৫০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউ্জ ডেস্ক:

রাজধানীর কারওয়ান বাজারে মাদকবিরোধী অভিযান শুরু করেছে পুলিশ। আজ রোববার দুপুর থেকে এ অভিযান শুরু হয়েছে। এই অভিযানে এ পর্যন্ত ৪৭ জনকে আটক করা হয়েছে। অভিযানে শতাধিক পুলিশ সদস্য ও কর্মকর্তারা অংশ নিয়েছেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা কারওয়ান বাজারে মাদকবিরোধী অভিযান চালাচ্ছি। এখানে এ পর্যন্ত মোট ৪৭ জনকে আটক করা হয়েছে। এতে নারী আছেন চারজন। আটক করা ব্যক্তিদের মধ্যে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী আছেন। তবে নির্দোষ কেউ থাকলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।’

বিপ্লব কুমার সরকার বলেন, ‘মাদকের এলাকা হিসেবে পরিচিত কারওয়ান বাজার। আমরা এখানে নিয়মিত অভিযান চালাব। কেউ যেন আর এই এলাকাকে মাদকের আখড়া বলতে না পারে, সে জন্য আমরা কাজ করছি।’

আজ সকাল সাড়ে ১০টা থেকে গণকটুলি বস্তিতে অভিযান চালিয়েছে পুলিশ। এখানে অভিযানকালে ৩০০ ইয়াবা বড়ি ছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ চোলাই মদ এবং মদ তৈরির কারখানা পাওয়া যায়। এখানেও সন্দেহভাজন হিসেবে শতাধিক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, এদের কেউ মাদকসেবী, কেউ ব্যবসায়ী, কেউবা সরবরাহকারী। তাদের যাচাই করে দেখা হচ্ছে।

 

সর্বশেষ - জাতীয়